ডার্ক মোড
Sunday, 30 March 2025
ePaper   
Logo
ভোলার চর মোজাম্মেল হতে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ০৫ জন সক্রিয় সদস্যকে ০৭ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৪ রাউন্ডস গোলা এবং ০৪ টি রকেট ফ্লেয়ারসহ আটক করেছে কোস্ট গার্ড।

ভোলার চর মোজাম্মেল হতে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ০৫ জন সক্রিয় সদস্যকে ০৭ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৪ রাউন্ডস গোলা এবং ০৪ টি রকেট ফ্লেয়ারসহ আটক করেছে কোস্ট গার্ড।

 

বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ মার্চ ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ০৫ জন সক্রিয় সদস্যকে ০৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৪ রাউন্ডস গোলা এবং ০৪ টি রকেট ফ্লেয়ার সহ আটক করা হয়।

আটককৃত ডাকাতদের বিবরণঃ

মোঃ হারুন দফাদার (৫০),
মোঃ রুবেল (২৬),
মোঃ কবির মাঝি (৪৭),
মোঃ ইউনুস (৩৬) এবং
মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০) সকলেই ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমুদ্দিন মডেল থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন