ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
ভুটানের পারোর বিপক্ষেও পারল না কিংস

ভুটানের পারোর বিপক্ষেও পারল না কিংস

ক্রীড়া প্রতিবেদক

এএফসি চ্যালেঞ্জ লিগে পরের পর্ব খেলার স্বপ্ন নিয়ে ভুটান যাত্রা করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অথচ প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে কিংস। আজ স্বাগতিক পারো এফসির বিপক্ষে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচেও বসুন্ধরা কিংস ১-২ গোলে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানের ক্লাব ফুটবলের ভিত্তি দুর্বল। সেই ভুটানি ক্লাব পারোর বিপক্ষেও বাংলাদেশের নতুন ফুটবল পরাশক্তি বসুন্ধরা কিংস জিততে পারেনি। পুরো ম্যাচ অসাধারণ খেলেছে পারো এফসি। এক গোলে পিছিয়ে পড়েও পারো দুই গোল পরিশোধ করে ম্যাচ জিতেছে। বসুন্ধরা কিংস দ্বিতীয়ার্ধে অনেক চাপ দিয়েও ম্যাচে সমতা আনতে পারেনি। বিপরীতে, পারোর গোলরক্ষক দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন।

বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে হেরেছিল ডিফেন্ডার সাদ উদ্দিনের আত্নঘাতী গোলে। এই ম্যাচেও হারের কারণ আত্নঘাতী গোল। পারোর একটি সাদামাটা আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে কিংসের বিদেশি ডিফেন্ডার জুমায়েভ নিজেদের জালে বল জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তন এবং আক্রমণ শাণালেও ম্যাচে সমতা আনতে পারেনি কিংস।

১২ মিনিটে ভ্যালেরির গোলে বসুন্ধরা কিংস খেলায় লিড নিয়েছিল। সেটি অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১২ মিনিট পর বক্সের মধ্যে পারোর ফরোয়ার্ড কোণাকুণি শটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করলে চাংলিমিথাংয়ের গ্যালারি উৎসবে মাতে। ফলে প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।

বসুন্ধরা কিংসকে নিয়ে এএফসি কাপের নকআউট পর্বে যেতে পারেননি স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। আজ তিনি সেই বাধা পেরিয়েছেন ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে। লেবাননের ক্লাব নেজমাহকে পরাজিত করে ভারতের ইস্ট বেঙ্গল এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ছয় বছর বসুন্ধরা কিংসে কোচিং করানোর পর মাত্র মাস কয়েক আগে ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিয়ে বাজিমাত করলেন অস্কার।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন