ডার্ক মোড
Wednesday, 08 October 2025
ePaper   
Logo
ভারতে একই গণ্ডিতে ঘোরাফেরা করছে করোনায় দৈনিক আক্রান্ত এবং মৃত্যু

ভারতে একই গণ্ডিতে ঘোরাফেরা করছে করোনায় দৈনিক আক্রান্ত এবং মৃত্যু

অনলাইন ডেস্ক

 

ভারতের দৈনিক সংক্রমণ শুক্রবারও থাকল ৫০ হাজারের বেশি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লাখ ৩৪ হাজার ৪৪৫। গত তিন দিন ধরেই ভারতে দৈনিক আক্রান্ত ও মৃত্যু কমবেশি প্রায় একই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জন করোনা রোগীর। গোটা মহামারী পর্বে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৩১০ জন।

দৈনিক আক্রান্ত এবং মৃত্যু একই গণ্ডিতে ঘোরাফেরা করলেও সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা ১৪ হাজারের বেশি কমেছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছে ৬ লাখ ১২ হাজার ৮৬৮ জন।

দেশটির মধ্যে ৫/৬টি রাজ্যে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। এগুলো হল মহারাষ্ট্র (৯,৮৪৪), কেরালা (১২,০৭৮), তামিলনাড়ু (৬,১৬২), অন্ধ্রপ্রদেশ (৪,৯৮১), কর্নাটক (৩,৯৭৯) এবং উড়িষ্যা (৩,৬৫০)। আসামেও আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য তা দু’হাজারের নিচে নেমেছে। তেলঙ্গানায় তা ১ হাজারের বেশি। বাকি রাজ্যগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-এর নিচে রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন