ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে মানববন্ধন

বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে নিহত চা-শ্রমিক গোপাল বাগতি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে সমাজতান্ত্রিক ফ্রন্ট।

সোমবার বিকেল ৩টার দিকে শহরের চৌমুহনা পয়েন্টে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ সমাজতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি বিশ^জিৎ নন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাসদ সদর উপজেলা সংগঠক লিংকন আহমেদ, জুলাই’২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্য সচিব আবু তালেব চৌধুরউ, রাজিব সূত্র সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারত বাংলাদেশের উপর রাজনীতি, অর্থনীতি সামগ্রীক সব জায়গায় দখলদারিত্ব করে রেখেছিলো। স্বৈরাচারি সরকার ভারতের একক কর্তৃত্ব নিয়ে এ রাষ্ট্রের দখদারিত্ব চালিয়েছে। আমাদের দেশের নাগরিককে কর্তৃত্ববাদী দেশ প্রতিরক্ষা বাহিনী বিএসএফ বড়লেখার সীমান্তে চা-শ্রমিক গোপাল বাগতিকে গুলি করে হত্যা করেছে।

ভারত যদি সীমান্তে হত্যা বন্ধ না করে তাহলে লংমার্চ টু ঢাকা অথবা লংমার্চ টু দিল্লি হতে পারে বলে হুঁশিয়ারি দেন। এছাড়াও সীমান্তে সকল হত্যাকান্ডের বিচারের জন্য অর্ন্তর্বতীকালীন সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন