ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
বেয়াইনের মুত্যু দেখতে এসে লাশ হয়ে ফিরলো গোলনুর বেগম

বেয়াইনের মুত্যু দেখতে এসে লাশ হয়ে ফিরলো গোলনুর বেগম

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীর বিবিচিনিতে বেয়াইনের মৃত’্য দেখতে এসে লাশ হয়ে ফিরলো গোলনুর বেগম (৬৫)। এ সময় ট্রলি গাড়ির ধাক্কায় তার মৃত্যুসহ দুইজন গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, রোববার (১২ এপ্রিল) বিকাল ৫ টায় বেয়াইনের মৃত্যু দেখতে এসে বেয়াই বাড়ি উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রাম থেকে অটোরিক্সা যোগে নিজ বাড়ি বাকেরগঞ্জের মহেশপুর যাওয়ার ফেরার পথে ইউপি ভবনের সস্মুখ সড়কে ট্রলি গাড়ি ধাক্কায় মৃত: মোকলেছ তালুকদারের স্ত্রী গোলনুর বেগম মাথায় গুরুতর আহত হলে তাকে বেতাগী স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার মুহাম্মদ রকিবুর রহমান তাকে মৃত বলে ঘোষনা করেন।
একই সময় অটোতে থাকা যাত্রী মরিয়ম (৫০)‘র দুই হাত ভেঙ্গে যায় এবং ড্রাইভার আফান (৪০)‘র মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। আহত মরিয়মকে চামটা উপ-স্বাস্থ্যকেন্দ্রে এবং আফনকে বেতাগী স্বস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন