ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
বেইলি রোডের আগুনে মারা গেলেন কাঠালিয়ার তুষার

বেইলি রোডের আগুনে মারা গেলেন কাঠালিয়ার তুষার

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদ্য স্নাতক পাশ করা তুষার হালদার নামের এক শিক্ষার্থী মারা গেছেন।

নিহত তুষার হালদার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের দীনেশ চন্দ্র হালদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।

তিনি জানান, অগ্নিকান্ডের সময় অতিরিক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। ওই ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার আনতে গিয়ে লাশ হয়ে ফিরেন ওই শিক্ষার্থী।

তুষারের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাশ বাড়ীতে নিয়ে আসলে এক হৃদয় বিধারক দৃশ্যের সৃষ্টি হয়। প্রতিবেশি ও গ্রামবাসীর সান্তনায় শোকার্ত পরিবারের মাতম যেন কিছুতেই থামছেনা। এ অবস্থায় সন্ধ্যায় নিজ বাড়ীর পারিবারিক শশ্মানে তার অন্ত্রেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন