বিশ্বকাপ লক্ষ্যে হকি দলের ওমান যাত্রা, বাহরাইনে টেনিস দল ষষ্ঠ
নিজস্ব প্রতিবেদক
বাহরাইনে অনুষ্ঠেয় ২০২৪ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া গ্রুপ-৫ টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশ ষষ্ঠ হয়েছে। চতুর্থ দিনে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ দল ০-৩ ম্যাচে গুয়াম এর নিকট পরাজিত হয়।
প্রথম এককে বাংলাদেশের হানিফ মুন্না ৪-৬, ০-৬ গেমে গুয়াম এর ডানিয়েল এর নিকট এবং জারিফ আবরার ৬-৪, ৪-৬, ৩-৬ গেমে গুয়ামের ক্যামাচো এর নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের জারিফ ও রুস্তম জুটি ০-৬, ৪-৬ গেমে গুয়াম এর দৃক ও আরমান এর নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ দল ০-৩ ম্যাচে গুয়াম এর নিকট হারে।
এবার ডেভিস কাপে স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ভূটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, ইয়েমেন, নেপাল, তাজিকিস্তান, গুয়াম, তূর্কমেনিস্তান, নর্দার্ন ম্যারিনা আইল্যান্ড ও ফিলিপাইন অংশগ্রহণ করে। বাংলাদেশ দল ১৫টি দলের মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার করে। বাহরাইন থেকে আগামী পরশু দিন দেশে ফিরবেন খেলোয়াড়রা।
ডেভিস কাপে গ্রুপে ষষ্ঠ হওয়ার দিনে ফেডারেশনে নতুন কমিটি দায়িত্বগ্রহণ করেছেন। সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কারেন পুনরায় টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব গ্রহণের দিনে সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আসেননি। ফলে ফেডারেশনে দেনা-পাওনা নিয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করেননি নতুন সাধারণ সম্পাদক।
এদিকে বাংলাদেশ যুব পুরুষ হকি দল আজ রাতে ওমানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। ওমানে যুব এশিয়া কাপ টুর্নামেন্ট বিশ্বকাপ বাছাইও। এশিয়া থেকে ছয়টি দল যুব বিশ্বকাপ খেলবে (স্বাগতিক ভারত বাদে)। যুব এশিয়া কাপে তাই বাংলাদেশের লক্ষ্য দশ দলের মধ্যে ষষ্ঠ হওয়া। গত তিন মাস বিকেএসপিতে বাংলাদেশ অনুশীলন করেছে। ৩ ডিসেম্বর ওমানে রওনা হবে বাংলাদেশ অ-২১ নারী হকি দল।