ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
বিপ্লবী সরকারের ডাক থেকে সরে দাঁড়ালেন কাফি, তদন্তের অগ্রগতির অপেক্ষা

বিপ্লবী সরকারের ডাক থেকে সরে দাঁড়ালেন কাফি, তদন্তের অগ্রগতির অপেক্ষা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই বিপ্লবের সমন্বয়কারী নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনি জানান, সাত দিনের আল্টিমেটাম শেষ হলেও তদন্তের অগ্রগতি হয়েছে এবং ঘটনাটি দ্রুত নিষ্পত্তির জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে, তাই তিনি সিদ্ধান্ত নিতে আরও সময় নিচ্ছেন।

তিনি আরও বলেন, "আর মাত্র দুই দিন পর মহান ২১শে ফেব্রুয়ারি, যা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। তাই আপাতত সময় নিচ্ছি। তবে রবিবার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট দেব।"

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা (নং ১৬) দায়ের করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাত ২টা ১৫ মিনিটে দূর্বৃত্তদের দেওয়া আগুনে কাফির গ্রামের বাড়ি পুড়ে যায়। এরপর সংবাদ সম্মেলনে তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সাত দিনের আল্টিমেটাম দেন এবং সময়সীমার মধ্যে ঘর পুনর্নির্মাণ ও গ্রেপ্তার না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন