ডার্ক মোড
Tuesday, 23 September 2025
ePaper   
Logo
বিদেশি মদ ইয়াবার চালান সহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিদেশি মদ ইয়াবার চালান সহ দুই মাদক কারবারি গ্রেফতার


সিলেট ব্যুরো
বিদেশি মদ ইয়াবার চালান সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও (পূর্বপাড়া)’র আলেপ মিয়ার ছেলে রফিকুল ইসলাম, একই উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তগ্রাম চিনাকান্দি রাজাপাড়ার মৃত দুরুজ আলীর ছেলে হারুন অর রশীদ।
মঙ্গলবার র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে,এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া অফিসার জানান, র‌্যাব-৯ সিলেট,সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দল পৃথক দুটি অভিযান চালিয়ে রফিকুল ইসলামের হেফাজত থেকে ২৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট, হারুন অর রশীদের হেফাজত থেকে ১০৪ বোতল বিদেশি মদ জব্দ করে।
গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ মামলা দায়ের পূর্বক সোমবার বিশ্বম্ভরপুর থানায় সোপর্দকরা হয়েছে।
সুনামগঞ্জ-২৩-০৯-২৫

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন