বিদায়ী বছরের শেষ ৬ মাসে ভোমরা বন্দর দিয়ে আমদানি বাণিজ্যে ৬০৪ কোটি ২৫ লাখ টাকার রাজস্ব আয়
সাতক্ষীরা প্রতিনিধি
বিদায়ী বছরের শেষ ৬ মাসে (জুলাই থেকে ডিসেম্বর) ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে আমদানি বাণিজ্য ৬০৪ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব অর্জন করেছে সরকার। চলতি বছরের জুলাই মাসে ভারত থেকে ১ লক্ষ ৬০ হাজার ৭২৫ মেট্রিকটন পণ্য আমদানি বাণিজ্য রাজস্ব অর্জন করেছে ৮৬ কোটি ৭১ লাখ টাকা। আগস্ট মাসে ১ লক্ষ ২৫ হাজার ৬৮৩ মেট্রিকটন পণ্য আমদানিতে রাজস্ব অর্জন ৯৬ কোটি ২০ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ১লক্ষ ৪৯ হাজার ৫১২ মেট্রিকটন পণ্য আমদানিতে রাজস্ব অর্জন ৮৯ কোটি ৮৯ লাখ টাকা, অক্টোবর মাসে ১ লক্ষ ৪২ হাজার ৫২৬ মেট্রিকটন পণ্য আমদানিতে রাজস্ব আয় ১২৭ কোটি ৮১ লাখ টাকা, একই অর্থবছরের নভেম্বর মাসে ২ লাখ ৯৪ হাজার ৪৮ দশমিক ৮ মেট্রিক টন পণ্য আমদানিতে রাজস্ব আয় ১২২ কোটি ১৬ লাখ টাকা এবং ডিসেম্বর মাসে ২ লাখ ৫৫ হাজার ৩৩৪ মেট্রিকটন পণ্য আমদানি থেকে রাজস্ব আয় হয় ৮৪ কোটি ৪৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, চলতি ২০২৪ -২৫ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে সরকার ভোমরা বন্দর থেকে ৬০৪ কোটি ২৫ লাখ টাকার রাজস্ব আহরণ করে আমদানি বাণিজ্য থেকে। ভোমরা স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, আমদানি বাণিজ্য গতিশীল পর্যায়ে থাকলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ হবে। সরকার ভোমরা বন্দরে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১০০৯ কোটি টাকা। ইতোমধ্যে অর্থবছরের ৬ মাসে বেঁধে দেওয়ার লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছে ভোমরা বন্দর। অর্থবছরের এখনো ৬ মাস বাকি। আশা করা হচ্ছে, বাকি ৬ মাসে লক্ষ্যমাত্রা পূরণ হয়েও অর্জিত হবে বাড়তি রাজস্ব।