ডার্ক মোড
Friday, 18 July 2025
ePaper   
Logo
বিকেলে নিখোঁজ, রাতে কচুরিপানার ভেতরে মিলল শিশু আবরারের মরদেহ

বিকেলে নিখোঁজ, রাতে কচুরিপানার ভেতরে মিলল শিশু আবরারের মরদেহ

 পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বেলপুকুরিয়া থানার আগলা গ্রামে কচুরিপানার ভেতর থেকে আবরার নামের ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবরার স্থানীয় ডা. শওকত শরীফের পুত্র।

গত মঙ্গলবার (১৫ই জুলাই) বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল এবং রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকেলে একই গ্রামের সেলিমের কন্যা নাদিয়া (১২) ও মাইনুলের কন্যা সাদিয়া (১৩) খেলার কথা বলে আবরারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আবরার নিখোঁজ হয়ে যায়। পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

 
পরে আবরারের পরিবারের সদস্যরা সন্দেহবশত নাদিয়া ও সাদিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, আবরারকে ডোবার কচুরিপানার ভেতরে পাওয়া যাবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বজনরা প্রতিবেশী মজাহারের বাড়ির পেছনের ডোবাটিতে তল্লাশি চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে কচুরিপানার নিচ থেকে আবরারের নিথর দেহ উদ্ধার করে।

 

এ ঘটনায় বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুমন কাদরী জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরই এই ঘটনার পেছনের প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন