ডার্ক মোড
Friday, 21 February 2025
ePaper   
Logo
বান্দরবানে ৮০ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি ঘোষণা

বান্দরবানে ৮০ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি ঘোষণা

সোহেল কান্তি নাথ, বান্দরবান

বান্দরবানে জাতীয় নাগরিক কমিটির ৮০ সদস্য বিশিষ্ট বান্দরবান সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেন।

জুলাই’২৪ ছাত্র জনতার অভ্যূত্থান শহীদ পরিবার, আহত আন্দোলনকারীর সমন্বয়ে গঠিত ৮০ সদস্যের বান্দরবান সদর উপজেলা কমিটির সুপারিশ করেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক জোবায়রুল হাসান আরিফ ও হাসান আলী। তাদের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এই কমিটির অনুমোদন দেন। তবে অনুমোদিত কমিটির মেয়াদ কতদিন হবে তা উল্লেখ করা হয়নি।

কমিটির সদস্যরা হলেন- মোহাম্মাদ আমান উল্লাহ, মো: হোসাইন, সাইফুর রহমান সম্পদ, লুপ্রু মারমা, বিনয় জ্যোতি চাকমা, ইমাদুদ্দিন ধীমান, মোঃ সোহেল, খালিদ বিন নজরুল, ফাতেমা খানম, সাইয়েম, সাকিব, আবদুল্লাহ আল কাফি, আবদুল্লাহ আল হাসান, মাহমুদুল হাসান অভি, আবদুল্লাহ আল নোমান তুহিন, ফিরোজ, মোহাম্মাদ আলী, এস এম রমজান আলী, মোস্তফা কামাল, মো: সাইদুল আলম (সাইমন), মো: আরমান, মো: সারওয়ার, দিদারুল হক চৌধুরী, ইতি তঞ্চঙ্গা, হ্লায়ই মার্মা, মেহেদী হাসান, মোঃ ইউনুস, মো: জিহান, মো: ইউসুফ, শাহাদাত হোসাইন, আসিফ, মিশকাত, পিরোজ, অভি মার্মা, রিদুয়ান আল হোসাইন, মো: ইব্রাহিম মাস্টার, মো: ইয়াছিন আরফাত, ছেনুয়ারা আক্তার, মো: আরফাত, আবদুল্লাহ আল জামি, মোঃ ইউনুছ, মিনহাজুল ইসলাম সাব্বির, আব্দুল্লাহ আল মারুফ, মো: নিজাম উদ্দিন, আব্দুল আলিম (মনু), আব্দুল সত্তার, আব্দুল কাদের, ফারুক খান, শাহাব উদ্দিন, হুমায়ুন কবির, আব্দর রহিম, আমির হোসেন, মোহাম্মদ হোসাইন, মো তৈয়ব, গাব্দী জম তং, সুনিল কুমার, চয়নিকা চাকমা, অমর বিকাশ, নিরেন্ট, গদ্দী ধন, অজিত কুমার চাকমা, লালন কুমার, যুগোল চাকমা, মালতি, দীপায়ন চাকমা, হিল মোহন, কর্ষা দেওয়ান, জোমি চাকমা, দীপা চাকমা, অংসাথুই মার্মা, ক্যচিংওয়ং মার্মা, কিরন মোহন চাকমা, অংসিএওই মার্মা, নুথোয়াইচিং মার্মা, ক্যশৈওয়ং মার্মা, অংসতো, সুমন্ত চাকমা, আবদুল্লাহ আল ফাহিম, নুরুদ্দিন আল মাহিন ও ইমরান।

এদিকে অনুমোদনকৃত কমিটির কয়েকজন নিজেদের অমতে তাদের নাম রাখা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে। কমিটির একজন সদস্য খালিদ বিন নজরুল। তার ফেইসবুক পোষ্টে বলেন, জাতীয় নাগরিক কমিটি বান্দরবান সদর কমিটিতে থাকার জন্য যতবার বলেছে আমি ততবার না বলেছি। তারপরও গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমার নাম বিক্রি করে কমিটি দিয়েছে। পোষ্টে আরো উল্লেখ করা হয়, মানা করার পরও কেন আমার বিক্রি করে চলতেছে তা আমার বোধগম্য নয়। সোজাসাপ্টা কথা উক্ত রাজনৈতিক দলের সাথে আমার কোন সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবে না।

অন্যদিকে কমিটিতে থাকা অন্যতম আরেক সদস্য আমান উল্লাহ তার ফেইসবুক পোষ্টে বলেন, এই কমিটিতে যাদের স্বত:স্ফুর্ত সমর্থন আছে তারাই কাজ করবে। কারো মনে কষ্ট দিয়ে আমি সামনে এগোতে চাইনা বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন