
বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
সোহেল কান্তি নাথ, বান্দরবান, :
বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় সংস্কৃতি উৎসব মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে সেনাজোন মাঠ প্রাঙ্গনে সেনা রিজিয়নের (জিটুআই) মেজর পারভেজ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় সেনাবাহিনীর অর্থায়নে সুবিধাভোগীদে মাঝে সাড়ে এক লাখ টাকা নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি। আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথি মেজর পারভেজ রহমান বলেন, বিগত সময়ের মতো সেনাবাহিনী সবসময় সকল সম্প্রদায়ের জনসাধারণের উৎসব উদযাপনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামীতেও সকল সম্প্রদায়ের মাঝে ধর্মীয় উৎসব উদযাপনে সেনাবাহিনী পাশে থাকার আশ্বাস দেন তিনি।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন