ডার্ক মোড
Saturday, 28 September 2024
ePaper   
Logo
বাজুসের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের দাবি

বাজুসের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ ও পরবর্তী সময়ে দ্রুততম সময়ের মধ্যে সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি করেছেন সমিতির সদস্যদের একাংশ।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে জুয়েলার্স সমিতির আগের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বাণিজ্য সংগঠনটির সদস্যদের একাংশ।

সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি এনামুল হক খান মূল বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

তাদের অভিযোগ, জুয়েলারি ব্যবসা না থাকার পরও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর জোর করে সমিতির সদস্যপদ নেন। এমনকি বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের নামে সদস্যপদ নেওয়া হলেও আজ পর্যন্ত সেটি চালু হয়নি।

এনামুল হক খান দাবি করেন, গত ২০২১-২০২৩ মেয়াদে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময়ে তাদের চা খেতে ডেকে নিয়ে জিম্মি করেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান। ওই সময় তাদের বাজুসের সভাপতি পদে নির্বাচন না করা ও আনভীরকে বাজুসের সভাপতি করার জন্য চাপ দেওয়া হয়।

তার অভিযোগ, সমিতির গঠনতন্ত্র ও বাণিজ্য সংগঠন নীতিমালা লঙ্ঘন করে সায়েম সোবহান তার আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন গঠন করেন। সাধারণ প্রার্থীদের মনোনয়ন ফরম কেনার সুযোগ না দিয়ে তিনি নিজেকে সভাপতি ঘোষণা করেন। পরের মেয়াদেও সায়েম সোবহান একই প্রক্রিয়ায় নির্বাচন করেন।

সমিতির সভাপতি সায়েম সোবহান দেশীয় ও আন্তর্জাতিক দর উপেক্ষা করে স্বর্ণের দাম নির্ধারণ করেছেন বলেও এ সময় অভিযোগ করেন এনামুল হক খান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন