ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
বাউফলে যুবদল নেতা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানবন্ধন

বাউফলে যুবদল নেতা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানবন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বাউফলের বগা ইউনিয়ন যুবদল নেতা ও ৬ নং ওয়ার্ড সভাপতি মনির মৃধা হত্যা মামলার আসামী বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং তার ছেলে জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসানসহ অন্য আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবার ও বগা ইউনিয়ন বিএনপি।

শনিবার বেলা ১১টার দিকে বাউফল,বগা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সাথে বগা ইউনিয়ন বিএনপির নেতা দেলোয়ার হোসেন মুন্সি ও আঃ জলিল মুন্সি ডাবল হত্যা মামলায় সাজা স্থগিত আদেশ বাতিলের দাবিও তুলেন বিএনপির নেতাকর্মী।

মানববন্ধনে বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.বাবুল মৃধার সভাপতিত্বে আসামীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আ.গণি সিকদার,সদস্য কামাল মৃধা,উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম,বগা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাবুল সিকদার,বগা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সামসুল হক সন্যামত,বগা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনিস মৃধা, যুবদল নেতা রিয়াজ মাহমুদ,মোহাম্মদ জাকির হুসাইন,কাজী ইলিয়াস, মাসুদ সিকদার ও শামিম মৃধা প্রমূখ।

এছাড়াও নিহত যুবদল নেতার স্ত্রী শাহিনুর, মেয়ে সুমাইয়া আক্তার স্বর্ণা,নিহত দেলোয়ার,জলিলের চাচা কাদের মুন্সি,দেলোয়ারের ছেলে ইনজামুল হক দোলন ও জলিল মুন্সীর ছেলে সাদনাম সাকিব বক্তব্য রাখেন।

উল্লেখ্য গত ২০০১ সালের ৮ ডিসেম্বর ধান কাটা নিয়ে বিরোধপূর্ণ জমিতে সংর্ঘর্ষে নিহত হয় জলিল মুন্সি এবং দেলোয়ার মুন্সি নামের দুই বিএনপি নেতা। এ হত্যা মামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক বগা ইউনিয়ন চেয়ারম্যানসহ ২৯ নেতাকর্মীকে আদালত ডবল যাবৎজ্জীবন সাজা দেয়া হয়। এর পরে ২০১৩ সালে ৮ মে পটুয়াখালী-২ আসনের বিএনপি’র সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের ঈদ শুভেচ্ছা পোষ্টার লাগানোকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেন মৃধা ও ছাত্রদল নেতা জাকির হুসাইন এর ওপর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার এবং তার ছেলে জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে ১৮/২০ জন সন্ত্রাসী একটি দল মনির হোসেন এবং জাকির হোসেন’র ওপর হামলা করলে মনির হোসেন মারা যায়। এ ঘটনায় জাকির হুসাইন বাদী হয়ে ১৮জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী হওয়ায় তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে লিখিত অভিযোগ করেন জাকির হুসাইন।

এ বিষয়ে আব্দুল মোতালেব হাওলাদার তার মুঠোফোনে বলেন,এ ঘটনায় সে বা তারা জড়িত ছিলনা।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার জন্য জোট সরকারের সময় এ মামলায় আসামী করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন