ডার্ক মোড
Friday, 18 April 2025
ePaper   
Logo
বাউফলে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাবার মৃত্যু

বাউফলে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাবার মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের এসএসসি পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াকে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে পরীক্ষা কেন্দে্র যাওয়ার পথে গাজিমাঝি বাজার এলাকায় গাড়ীর মধ্যে হঠাৎ তাসফিয়ার বাবা মাহবুবুর রহমান বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তড়িঘড়ি করে তাকে একটি গাড়িতে করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বাবার অনুরোধেই সে পরীক্ষা কেন্দে্র চলে যায়। এর মাঝে মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেন। তিনি কালিশুরী এস.এ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামে। জানা যায়, বৃহস্পতিবার মাহাবুবুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মেয়ে তাসফিয়াকে পরীক্ষা কেন্দে্র নামিয়ে দেন। বাবার অনুরোধেই পরীক্ষা কেন্দে্র প্রবেশ করে সে। পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন। তাসফিয়া কালিশুরী এস.এ ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। প্রয়াত
মাহবুবুর রহমান ওই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন। মেয়ে পরীক্ষার্থী হওয়ায় মানবিক কারণে তিনি এ বছর কেন্দ্র সচিবের
দায়িত্ব গ্রহণ করেননি। বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফ বলেন, স্যার সবসময় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। আজ মেয়েকে পরীক্ষার হলে পাঠিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন এটা ভাবতেই কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও
এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন মেয়ে ও আত্বীয় স্বজন রেখে গেছেন ।
১০.০৪.২৫

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন