ডার্ক মোড
Tuesday, 07 January 2025
ePaper   
Logo
বাউফলে ব্যবসায়ী অপহরণ: ৪৮ ঘন্টায়ও উদ্ধার করতে পারেনি পুলিশ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!

বাউফলে ব্যবসায়ী অপহরণ: ৪৮ ঘন্টায়ও উদ্ধার করতে পারেনি পুলিশ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!


বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির পর অপহরণকৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে (শিবু বণিক) ৪৮ ঘন্টয়ও উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তাকে উদ্ধারের জন্য ২৪ ঘন্টা আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি রোডে বন্দরের ৫ শতাধিক ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে আল্টিমেটাম দিয়েছেন।
¬¬¬উল্লেখ্য, গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান কানুপ্রিয়া ভান্ডার থেকে ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরয়ে শিবু বণিককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে উঠিয়ে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায় একদল ডাকাত। ডাকাত দলের সদস্য দোকানের দুই কর্মচারী তাপস ও শংকরের হাত পা বেঁধে ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকাও লুট করে নিয়ে যায়। এ ঘটনার ৪৮ ঘন্টা পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী শিবু বণিককে উদ্ধার করতে পারেনি।
মানববন্ধনে কালাইয়া বন্দরের ব্যবসায়ী নেতারা দাবি করেন, যে কোনো মূল্যে শিবু বণিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে ফিরিয়ে দিতে না পারলে কালাইয়া বন্দরে লাগাতার হরতালের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী দেন ব্যবসায়ী নেতারা। মানববন্ধনে কালাইয়া বন্দর বণিক সমিতির সভাপতি নুরুল আমিন বলেন, শিবানন্দ রায় অপহরণের ৪৮ঘন্টা পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করতে পারেনি। এটা হতাশাজনক। আগামি ২৪ ঘন্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার না হলে লাগাতার হরতাল ও ধর্মঘটের মত কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন - স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক অতুল চন্দ্র পাল, মাসুম সিদ্দিক, রেজাউল কামাল পল্টু, রাজন মনসুর, গাজী গিয়াস উদ্দিন ও অপহৃত ব্যবসায়ীর স্বজন রতনবণিক।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কালী বাড়ি মন্দিরে শিবানন্দ রায়ের উদ্ধারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন উপজেলা বিএনপি। এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, হিন্দু নেতা অধীর রঞ্জন রায় প্রমূখ। এর আগে শনিবার রাতে কালাইয়া বন্দরে অপহৃত ব্যবসায়ীর উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী। এ বিক্ষোভে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির মো.ইসাহাক, সাবেক আমির রফিকুল ইসলাম, কালাইয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাসুম সিদ্দিকি।
রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে বরিশালের ডিআইজি মঞ্জুর মোর্শেদ,পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ বাউফল থানার পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ডিআইজি সাংবাদিকদের বলেন, ব্যবসায়ী শিবু বণিককের অপহরণ একটি চিন্তার বিষয়। এটা মেনে নেওয়া যায়না। বাউফলে এটা কখনো হয়নি। এব্যপারে আমাদের একাধিক টীম কাজ করছেন। আসা করি শীঘ্রই তাকে উদ্ধার করতে পারবো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন