ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
বাউফলে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

বাউফলে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম রাসেল ও সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের পদত্যাগের দাবিতে বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যারয়ের কয়েকশ শিক্ষার্থী। তারা ক্লাস বর্জন করে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় অনেক অভিভাবক শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে যোগদেন।

প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের দুর্নীতি ও অবৈধ নিয়োগের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের পদত্যাগ দাবি করে বিভিন্ন ধরণের শ্লোগান দেন।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন,৫ আগস্ট প্রেক্ষাপটের পরিবর্তনের পর একটি মহল মিথ্যা অজুহাত দেখিয়ে তার ও সহকারী প্রধান শিক্ষকের পতত্যাগের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত করেছেন।

এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন,আমি পটুয়াখালী মিটিংয়ে আছি। এসে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। তিনি শিক্ষার্থীদের ধৈয্য ধারণের জন্য আহবান জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন