ডার্ক মোড
Sunday, 16 March 2025
ePaper   
Logo
বাউফলে তেঁতুলিয়র নদীতে তরমুজে বোঝাই ট্রলার ডাকাতি,মৃত্যু ১

বাউফলে তেঁতুলিয়র নদীতে তরমুজে বোঝাই ট্রলার ডাকাতি,মৃত্যু ১

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে শনিবার (১৫ মার্চ) ভোর রাতে তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সময় ৭-৮জনের সশস্ত্র ডাকাত বাহিনী একটি দ্রুতগামী ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীর তালতলা মোহনা থেকে তরমুজবোঝাই একটি ট্রলারকে ধাওয়া করে। ওই ট্রলারে ১০ হাজার পিস তরমুজ ছিল। একপর্যায়ে ডাকাতরা তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজবোঝাই ট্রলারটির নিয়ন্ত্রণ নেয়।

তখন ডাকাতরা ওই ট্রলারে থাকা চালকসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় আহত এক ব্যক্তি ডাকাতদের মধ্যে একজনকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দিলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। হামলার শিকার আহতরা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। এর আগেই স্থানীয়রা আটককৃত ওই ডাকাতকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে পরায় তার নাম জানা যায়নি।

ডাকাতের হামলায় আহতরা হলেন, গলাচিপা উপজেলার চর কপাল বেরা এলাকার মৃত্যু হানিফ মাতব্বরের ছেলে শহিদুল মাতব্বর (৫৮),ডাকুয়া গ্রামের নুরইসলাম সরদারের ছেলে মেহেদী হাসান (৩৪) ফিরোজ মাতব্বর (৩৭), বারেক মাতব্বর (৪৮), ফরহাত হোসেন (৪৫), হাবু পেশকার (৩৭),ফয়সাল (২৮),ও সেলিম (৫৭)।

এদের মধ্যে গুরুতর আহত সহিদুল মাতব্বর, মেহেদি হাসান ও সেলিম মাঝিকে শনিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং আহত ডাকাত সদস্যকে পুলিশ হেফাজতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এবিষয় বাউফল থানা ওসি তদন্ত আতিকুর রহমান বলেন, একজন ডাকাত সদস্য জনতার গণ পিটুনিতে আহত হয়েছে তাকে সকালের দিকে পটুয়াখালী চিকিৎসার জন্য পাঠানো হয়। পটুয়াখালী চিকিৎসাধীন অবস্থায় আহত ডাকাত সদস্য দুপুরের দিকে মারা যায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন