ডার্ক মোড
Tuesday, 01 April 2025
ePaper   
Logo
বাংলা নিউজ ইঊ এস ডট কম এর আয়োজনে শবে কদরের তাৎপর্য  শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত

বাংলা নিউজ ইঊ এস ডট কম এর আয়োজনে শবে কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

দেশ বিদেশের লাখ লাখ পাঠকের ব্যাপক পরিচিত অনলাইন নিউজ পোর্টাল বিশ্ব প্রবাসীর মুক্তচিন্তার সংবাদ বাহন Bangla news us.com . প্রতিবছরের ন্যায় এবারও সিলেটের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজন করে শবে কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের।
বাংলা নিউজ ইউ এস ডট কম এর সিলেট অফিস এর আয়োজনে ২৮ মার্চ বিকেলে নগরীর নিঊ লাংথুরাই চাইনিজ রেসটুরেনটে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধিও banglanews.com এর কান্ট্রি এডিটর বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরী। চাকুরীতে থাকার ধরুণ অনুষ্ঠানে অনুষ্ঠানে আসতে না পেরে ভার্চুয়ালি যোগ দেন বাংলানিউজইউএসডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক এবং আমেরিকার ইউএস-বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মাহফুজ আদনান
অসুস্থ থাকায় ভার্চুয়ালি যোগ দিয়ে আসতে না পেরে দুঃখো প্রকাশ করেন এনটিভির সিলেট ব্যাুরো চীফ ও ইলেকট্রনিক্স মিডিয়া ইনজার সিলেটের সাবেক সভাপতি সজল সত্রী।
নিউজ পোর্টাল এর সিলেট অফিস প্রধান ফাতেমা আক্তার শিউলির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা নিউজ ইঊ এস ডট কমের সাব এডিটর সাখাওয়াত পীর, ইংরেজি দৈনিক দ্যা কান্ট্রি টুডে এর সিলেট ব্যুরো চীফ ও বাংলা নিউজ ইউ এস ডটকম এর ক্রাইম নিঊজ এডিটর এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আফজাল চৌধুরী, সিলেট নিউজ ওয়াল্ড এর সম্পাদক আফরোজ খান, নিউজ টোয়েন্টিফোর সিলেটের ক্যামেরা পার্সন হাসান আহমদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, যুবদল নেতা মোহাম্মদ মিজান। পরে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার পরিসমাপ্তি অনুষ্ঠিত হয়।

 

 


,

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন