
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কবিরহাট শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় কবিরহাট বাজারে অবস্থিত হ্যাভেন রেষ্টুরেন্ট এ কবিরহাট মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মফস্বল সাংবাদিক ফোরাম কবিরহাট উপজেলা শাখার সভাপতি জহিরুল হক জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লবের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এ আর আজাদ সোহেল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, কবিরহাট উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মেজবাহ উদ্দিন, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন মিয়া, নোয়াখালী সম্পাদক পরিষদের সাঃ সম্পাদক ও দৈনিক দিশারী পত্রিকার সম্পাদক আকাশ মোঃ জসিম, নয়া পৃথিবীর সম্পাদক ও দত্তবাড়ী মোড় ব্যবসাযী সমিতি সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও বিএমএসএফের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
পরে দোয়া মোনাজাত করেন, উপজেলা জামায়াতে ইসলামির যুগ্ন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ভুইয়া।