ডার্ক মোড
Friday, 10 January 2025
ePaper   
Logo
বাংলাদেশি নাগরিকের ওপর গুলির ঘটনায় তদন্ত টিম গঠন

বাংলাদেশি নাগরিকের ওপর গুলির ঘটনায় তদন্ত টিম গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এবং বিএসএফ ১৯৩ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাজিব কুমারের নেতৃত্বে এই বৈঠক হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, লাউড়গড় বিওপি’র সীমান্ত পিলার ১২০৩/৮-এস এর কাছে সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাট এলাকায় অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের ১২ জন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ৮ জানুয়ারি সীমান্তে বাংলাদেশি নাগরিক মো. সাইদুল ইসলামকে (২৩) লক্ষ্য করে ফায়ারিংয়ের ঘটনা।

বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে সাইদুলের ওপর গুলি চালানোর বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়। বিএসএফ কমান্ড্যান্ট শ্রী রাজিব কুমার এ প্রসঙ্গে জানান, বাংলাদেশি নাগরিকের ওপর গুলির ঘটনার তদন্তের জন্য বিএসএফ ও পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তদন্তের পরই বিস্তারিত জানানো হবে।

বৈঠকে সীমান্তে আহত, নিহত ও ফায়ারিং দুর্ঘটনা বন্ধের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও হয়। প্রায় ৫০ মিনিট ধরে চলা এই বৈঠক শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঢাকা পোস্টকে জানান, বৈঠক শেষ করে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাছিমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার গামারীতলায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন