ডার্ক মোড
Thursday, 14 November 2024
ePaper   
Logo
বরিশালে সাদিক আব্দুল্লাহসহ আ. লীগের ২১০ নেতাকর্মীর নামে মামলা

বরিশালে সাদিক আব্দুল্লাহসহ আ. লীগের ২১০ নেতাকর্মীর নামে মামলা

বরিশাল ব্যুরো

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার সাত বছর পর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর নামে আদালতে মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বরিশাল মহানগর বিচারিক হাকিম আদালতে মামলা করেন সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছরোয়ার হোসেন।

বিচারক নুরুল আমিন এ অভিযোগ এজাহার হিসেবে রুজু করে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মিজানুর রহমান।

মামলার প্রধান আসামি হলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

অন্যান্য আসামিরা হলেন- বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর দুই ভাই সেরনিয়াবাত মইনউদ্দীন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহ, বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান ডাকুয়া, উজিরপুরের সাবেক পৌর মেয়র গিয়াস বেপারী, ব্যবসায়ী সালাহউদ্দিন রিপন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইচ আহম্মেদ মান্না, সাবেক কাউন্সিলর রাজীব খান, সৈয়দ সামসুদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, খান মোহাম্মদ জামাল, সামজিদুল কবির বাবু, জয়নাল আবেদীন, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদারসহ নামধারী ২১০ জন। এছাড়াও অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী হাফিজউদ্দিন আহমেদ বাবলু বলেন, মামলার আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশে হামলা, বিএনপির নেতাকর্মীদের জখম, চুরি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন