ডার্ক মোড
Thursday, 13 March 2025
ePaper   
Logo
বরগুনায় গুলিবিদ্ধ পাখিকে জবাই করে ভাগাভাগি

বরগুনায় গুলিবিদ্ধ পাখিকে জবাই করে ভাগাভাগি

স্টাফ রিপোর্টার

বরগুনায় বিলুপ্তপ্রায় একটি মদনটাক পাখি জবাই করে মাংস ভাগাভাগির অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) দুপুরে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিলুপ্তপ্রায় একটি মদনটাক পাখি জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়ার অভিযোগ উঠেছে।

পাখি জবাই করে মাংস ভাগাভাগির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্বাস মিয়া ও মনির খলিফা। ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে পাখায় গুলিবিদ্ধ অবস্থায় একটি মদনটাক উড়ে তেতুলবাড়িয়া নদীর পাড়ে এসে পড়ে। এ সময় নদীর পাড় সংলগ্ন একটি মাঠে খেলতে থাকা কয়েকজন যুবক ওই পাখিটিকে দেখতে পায়। পড়ে তারা পাখিটি ধরে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় বাসিন্দা আব্বাস মিয়া ও মনির খলিফাকে জানান। পরে পাখিটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়া হয়।

এ বিষয়ে আরিফ রহমান নামে বরগুনার এক পরিবেশকর্মী বলেন, দুপরে স্থানীয় কয়েকজন সংবাদকর্মীর মাধ্যমে আহত একটি মদনটাক আসার খবর শুনতে পাই। পাখিটিকে জীবিত উদ্ধার করতে তৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বনবিভাগকে অবহিত করি। এছাড়াও যাতে পাখিটিকে কেউ আঘাত এবং মেরে না ফেলে সে জন্য ওই এলাকার স্থানীয়দের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করি। তবে শেষ রক্ষা হয়নি পাখিটির।

বরগুনা সদর উপজেলা বন বিভাগের বিট অফিসার জালাল আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত রওনা হলেও যাতায়াতের জন্য সড়ক পথটি খারাপ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এ সময়ের মধ্যেই আহত পাখিটিকে জবাই করে মাংস ভাগ করে নিয়েছেন স্থানীয়রা।

তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে যথাসম্ভব প্রয়োজনীয় সব তথ্য ও আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় জড়িতরা গা ঢাকা দেয়ায় কারও বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন