ডার্ক মোড
Thursday, 13 March 2025
ePaper   
Logo
বরগুনায় এক রাতে জোড়া খুন

বরগুনায় এক রাতে জোড়া খুন

বরগুনা প্রতিনিধি

এক রাতে বরগুনায় জোড়া খুনের ঘটনা ঘটে। (বুধবার, ১২ মার্চ) রাতে জেলার দুটি পৃথক স্থানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনাসূত্রে জানা যায়, রাত ১ টার দিকে বরগুনা সদরের প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন ঝোঁপ থেকে মন্টু চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মন্টু চন্দ্র দাস বরগুনা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়ইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে।

অন্যদিকে সকালে বরগুনা সদরের ১ নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকা থেকে মো. হোসেন ডাক্তারের ছেলে মো. মিরাজের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতেই মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহত মিরাজ ও মন্টু চন্দ্র দাসের পরিবারের দাবী, দু'জনকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দুই খুনের ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মন্টুর ও মিরাজের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন