
বইমেলায় শামীম আনসারীর 'জেল থেকে বলছি' গ্রন্থের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
বেগম খালেদা জিয়ার কারান্তরীন কালে তাঁর দেশ ভাবনার কাব্য-চিন্তা নিয়ে কবি ও সাংবাদিক শামীম আনসারীর লিখা 'জেল থেকে বলছি' নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শনিবার বিকেলে বাংলা একাডেমী বইমেলার গ্রন্থ উম্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহানা আক্তার সানু ও বিশিষ্ট কবি মাহমুদুল হাসান নিজামী।
উপস্থিত ছিলেন সাংবাদিক এম. নাসির উদ্দিন, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন,বইটির প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্যদেশ এর স্বত্ত্বাধিকারী শফিক সাইফুল এবং বইপ্রেমী নানান শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ।
প্রকাশিত গ্রন্থটিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জেলবন্দীকালীন দেশ ও দেশের শোষিত মানুষকে নিয়ে তাঁর ভাবনাকে কাব্য চিন্তায় পরিস্ফুটন দিয়েছেন তরুন কবি ও লেখক শামীম আনসারী।
এডভোকেট শাহানা আক্তার সানু পাঠকদেরকে বইটি পড়ার এবং বহুল প্রচারের আহবান জানান। তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীন থেকেও দেশ ও দেশের মানুষকে নিয়ে কতোটা উদ্বিগ্ন ছিলেন সেই চিত্রই ফুটে উঠেছে কাব্যগ্রন্থটিতে।
কবি মাহমুদুল হাসান বলেন; বেগম খালেদা জিয়া আমার নেত্রী, গণতন্ত্রের মানসকন্যার জন্যে আপনারা দোয়া করবেন। তিনি সকলকে বইটি পড়ার আহবান জানিয়ে গ্রন্থটি পাঠকপ্রিয় হবে এ আশাবাদ ব্যক্ত করেন।
লেখক শামীম আনসারী ২০১৩ সালের বইমেলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে নিয়ে 'জিয়া মানে বিপ্লব' নামে একহাজার লাইনের একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন। সে বইটিও তখন জাতীয়তাবাদী পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
শামীম আনসারী জাতীয়তাবাদী লেখক পরিষদ-ফেনী জেলা আহবায়ক, ফেনী জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
March 2025
2027
2026
2025
2024
2023
Jan
Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31