
ফেনী সদরে মাটি কাটা রোধে অভিযান
ফেনী প্রতিনিধি
শুক্রবার ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাত ১০:৩০ টা থেকে ০২:৩০ টা পর্যন্ত সময়ে ফেনী সদর উপজেলার কাজীরবাগ, ফাজিলপুর ও ধলিয়া ইউনিয়নে অভিযান চালানো হয়।
বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা এ সময় সহযোগিতা প্রদান করেন। এ অভিযানে কাজীরবাগের সোনাপুর হাই স্কুলের পাশের একটি স্পট, ফাজিলপুর ৪নং ও ১নং ওয়ার্ডের দুইটি স্পট ও ধলিয়ার বালুয়া চৌমুহনীর একটা স্পট থেকে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ০৩ (তিন) টি এস্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি/বালি পরিবহন ও চলাচলের রাস্তা নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী ০২ (দুই) টি ট্রাক জব্দ করা হয়। বেশ কয়েকটি গাড়িকে ধাওয়া করেও ধরা সম্ভব হয়নি।
এস্কেভেটরগুলো আনার সুযোগ না থাকায় সবগুলো সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয়। ট্রাক দুইটি হেফাজতে রাখা হয়েছে। ট্রাকগুলোর বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন