ডার্ক মোড
Friday, 04 July 2025
ePaper   
Logo
ফিলিপাইনের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

ফিলিপাইনের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

ফিলিপাইনের নতুন রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন।

শুক্রবার (১৮ জুন) ফিলিপাইনের রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে কৃষি, ফার্মাসিউটিক্যালস, সিরামিক, জাহাজ নির্মাণ, পাট ও পাটজাত পণ্য এবং গ্লাস ফাইবার সেক্টরে দু’দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

এ সময় রাষ্ট্রদূত বোরহান ১৯৭৩ সালে ম্যানিলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যাত্রা বিরতির সময় ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের সঙ্গে তোলা একটি স্মরণীয় ছবি ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে উপহার দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন