ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
ফরিদপুরে EBA মোটরসাইকেল শোরুম এর উদ্বোধন

ফরিদপুরে EBA মোটরসাইকেল শোরুম এর উদ্বোধন

 

মাহবুব পিয়াল ,ফরিদপুর 

ফরিদপুরে উদ্বোধন করা হয়েছে বিশ্বের বহুল প্রচলিত জংশন কোম্পানির প্রস্তুতকৃত ইলেকট্রিক মোটরসাইকেল EBA ব্র্যান্ড এর স্কুটি মোটর বাইক। শনিবার (১৬ আগস্ট) বেলা ১২ টায় শহরের স্টেশন রোডে খান মোটরস-এ ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে এই শো-রুমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: ফজলুর রহমান।

খান মোটরসের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়র খান এ শামীমের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা: খান মো: আরিফ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, EBA মোটরসাইকেল কোম্পানির সিইও মোঃ রায়হান উল আজিম, মার্কেটিং হেড আহমাদুর রহমান, আমদানি কারক এস এম এনামুল আজিম, প্রবীণ সাংবাদিক মোঃ আবুল হোসেন আজাদ, দৈনিক কুমার পত্রিকার সম্পাদক এসএম রুবেল সহ অন্যান্যরা। পরে প্রতিষ্টানটির উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় EBA মোটরস এর কর্মকর্তা বলেন, তাদের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদেরকে সর্বদা গুণগত সেবা প্রদান নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্য নিয়েই যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রশস্ত তিনটি মডেলের ইলেকট্রিক মোটরসাইকেল মার্কেটে লঞ্চ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ফরিদপুরে সর্বপ্রথম শহরের ডিসি অফিসের সামনে স্টেশন রোডে এই দৃষ্টিনন্দন শোরুমের যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানে খান মোটরসের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়র খান এ শামিম বলেন, একজন মোটরসাইকেল প্রেমীর চাহিদার কথা মাথায় রেখে এই শোরুমে বাইকাররা তাদের চাহিদা অনুযায়ী সবকিছুই পাবেন। পাশাপাশি সুলভ মূল্যে দেশের স্বনামধন্য এই ব্রান্ডের মোটরসাইকেল কিনতে পারবেন তারা।

তিনি সকল মোটরসাইকেল প্রেমীদের একটিবার হলেও তাদের নতুন এই শোরুম পরিদর্শনের আমন্ত্রণ জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন