
ফরিদপুরে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন ফরিদপুর বিভাগের ইফতার মাহফিল
ফরিদপুর প্রতিনিধি
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন ফরিদপুর বিভাগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের অভিজাত নুরা ক্যাফে রেষ্টুরেন্টে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন ফরিদপুর বিভাগীয় কমিটির আহবায়ক মেহেদী হাসান চৌধুরী চন্দনের সভাপতিত্বে ও সদস্য সচিব শোয়েব আশরাফ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ এর আহবায়ক মো: ইকবাল হোসেন।বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ এর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় সংগঠনের যুগ্ন-আহবায়ক ওবায়দুর রহমান ওবায়েদ, মো: ওমর ফারুকসহ ফরিদপুর বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ইফতার পুর্ব- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: কবির আহমাদ।