প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো সিম্পলট্রি
নিজস্ব প্রতিবেদক
শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে শীর্ষস্থানীয় রিয়েলস্টেট ডেভলপার কোম্পানি স্পেসজিরো লিমিটেড-এর ব্র্যান্ড সিম্পলট্রি। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। স্পেসজিরো লিমিটেড-এর লক্ষ্য নতুন নতুন উদ্ভাবন ও পরিবেশবান্ধব টেকসই নির্মাণের মাধ্যমে সমাজে অবদান রাখা।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা স্পেসজিরো লিমিটেড-এ আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যা তাদের জীবনধারার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। পাশাপাশি, স্পেসজিরোর মাধ্যমে রেফার করা ব্যক্তিরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ সুবিধা পাবেন। গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করতে সিম্পলট্রি’র মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন ব্যাংকের প্রতিশ্রুতি প্রতিফলন।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান এবং স্পেসজিরো লিমিটেডের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কাস্টমার ম্যানেজমেন্ট গাজী জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস এবং স্পেসজিরো লিমিটেডের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ারস মেসবাহ উদ্দিন আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।