ডার্ক মোড
Friday, 21 February 2025
ePaper   
Logo
প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো বিকাশ

প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো বিকাশ

নিজস্ব প্রতিবেদক

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি-র সঙ্গে সম্প্রতি পে-রোল চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ লিমিটেড। এই অংশীদারিত্ব বিকাশের কর্মকর্তাদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও বেতন প্রক্রিয়াকরণের দক্ষতা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

এই চুক্তির অধীনে, প্রাইম ব্যাংক বিকাশের কর্মকর্তাদের জন্য একটি নিরবিচ্ছিন্ন পে-রোল ব্যবস্থাপনা সমাধান প্রদান করবে, যা বেতন বিতরণ সহজতর করার পাশাপাশি বিশেষ ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। এর মাধ্যমে বিকাশের কর্মীরা দ্রুত ও নিরাপদ বেতন স্থানান্তর, ব্যক্তিগত ব্যাংকিং সেবার সুবিধা এবং আর্থিক পরামর্শ সেবা পাবেন। প্রাইম ব্যাংকের পে-রোল সমাধান প্রশাসনিক কাজের চাপ কমাবে এবং বেতন প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ নিশ্চিত করবে।

প্রাইম ব্যাংক পিএলসি-র ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ চৌধুরী এবং বিকাশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ইভিপি ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান মামুর আহমেদ, ভিপি ও পে-রোল ব্যাংকিং প্রধান হাসিনা ফারদৌস, এসভিপি (বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট) অনুপ কান্তি দাস এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (পে-রোল ব্যাংকিং) মুশফিক আহমেদ ফাহিম। বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এইচআর বিভাগের প্রধান মাহমুদ আবদুল্লাহ হারুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন