ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের থালা বাসন উপহারের প্রচলন বন্ধ হোক

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের থালা বাসন উপহারের প্রচলন বন্ধ হোক

মোশাররাত তাসনিম রায়তা, নকলা (শেরপুর)

শিক্ষার মানোন্নয়নে প্রতিবছর দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে থালা-বাসন প্রদান করা হয়। একজন শিক্ষার্থী তার সর্বোচ্চটা দিয়ে বিজয়ের গৌরব অর্জন করে। কিন্তু এর পুরষ্কার হিসেবে কর্তৃপক্ষ থালা-বাসনের মত নিত্য ব্যবহার্য পণ্য দিয়ে থাকেন। যা কোন একদিন বিনষ্ট হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের পক্ষে স্মৃতি হিসেবে দীর্ঘদিন সংরক্ষণ করার সুযোগ থাকেনা। এ বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের যেকোন প্রতিযোগিতায় থালা-বাসন উপহার দেওয়ার প্রচলন বন্ধ করা উচিত।

তাই ছাত্রজীবনের প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন গাছের চারা, জ্ঞান অর্জনের সুবিধার্থে শিক্ষণীয় বই এবং প্রত্যেক বিজয়ীকে সনদপত্র ও ক্রেষ্ট প্রদানের দাবী জানাচ্ছি। আশাকরি শিক্ষার্থীদের বিজয়ের গৌরব দীর্ঘদিন স্মরণীয় করে রাখার সহায়ক হিসেবে সরকারের পক্ষ থেকে অফিস নোটিশ বা প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন