
পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়।
গতকাল শুক্রবার সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন মঞ্চে উৎসবমুখর পরিবেশে স্মৃতিচারণের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শশীভূষণ মধু’র বাড়ী হয়ে জহরের কান্দি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাংলাদেশ পুলিশ সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মোসা: সিদ্দিকা বেগম বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম কবির।
শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. শুকদেব চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুন কুমার বিশ্বাস,বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার সুশান্ত পাল, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বনোজ কুমার মজুমদার, সাংবাদিক প্রশান্ত অধিকারীসহ সাবেক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানটির তৃতীয় পর্বে দেশ বরেণ্যে সংঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।