ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
পুঠিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার,স্বামী আটক

পুঠিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার,স্বামী আটক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় নিজ শোবার ঘরে থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। রোববার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া সরদারপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় গৃহবধুর স্বামী শিপন আলীকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, মৃত গৃহবধূ সুমা বেগম (২৩) পার্শ্ববর্তী নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার করমদশী এলাকার মৃত মোহন আলীর মেয়ে। আটককৃত শিপন আলী (৩১) পুঠিয়া সদর ইউনিয়নের রোস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, নিজ শোবার ঘরের ভেতরের বাঁশের-রুয়ার শাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা মৃত সুমা বেগমকে জানালা দিয়ে দেখতে পায়। এসময় ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় ছিলো।

তারা জানায়, ঘরের দরজার ওপরের অংশে টিন দেওয়া ছিলো। পরবর্তীতে ঘরের টিন খুলে ভেতরে ঢুকে সুমা বেগমকে উদ্ধার করা হয়।

জানা যায়, মৃত গৃহবধূ সুমা বেগমের দীর্ঘদিন ধরে তার স্বামী শিপন আলী ও শশুর রোস্তম আলীর সঙ্গে পারিবারিক কলহ ছিল। সেকারণে তাদের কেউ সুমা বেগমকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলেও ধারণা করছে স্থানীয়রা।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মৃত গৃহবধূ সুমা বেগমের মা বাদী হয়ে বাদী হয়ে পুঠিয়া থানায় আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়ের করেছেন। এরই মধ্যে পুলিশ সুমা বেগমের স্বামী আসামী শিপন আলীকে গ্রেফতার করেছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি কবির হোসেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন