পলাতক স্বৈরাচার ও দোসরদের ছাড় দেওয়া হবে না
নোয়াখালী প্রতিনিধি
ঐক্য বিনষ্ট করতে আওয়ামী লীগ জামায়াতের বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
তিনি বলেন, পলাতক স্বৈরাচার ও দোসরদের ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে নোয়াখালীর নোয়া কনভেনশন হলে জেলা জামায়াত আয়োজিত জেলা আমিরের শপথ উপলক্ষে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এটিএম মাসুম বলেন, জনগণের ঐক্য বিনষ্ট করার জন্য আওয়ামী লীগ ও তার দোসররা জামায়াতের বিরুদ্ধে নিজেদের নেগেটিভ প্রচারণা শুরু করেছে। ছাত্রজনতার মধ্যে অবিশ্বাস এবং ফাটল সৃষ্টি অতীতের স্বৈরশাসক ও তার দোসরদের কাজ। অতীতের স্বৈরশাসক ও তার দোসরদের ছাড় দেওয়া হবে না।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে এটিএম মাসুম বলেন, জীবনমান উন্নয়ন, ঘরবাড়ি মেরামত, রাস্তা ও সড়ক মেরামতে বন্যাদুর্গত নোয়াখালীতে ত্রাণ পুনর্বাসন, গৃহ নির্মাণ, যোগাযোগ উন্নয়নে আরো বেশি নজরদারি করার দাবি জানাচ্ছি। জুলাই-আগষ্ট বিপ্লবে আহত লোকদের চিকিৎসায় আরো বেশি সহযোগিতা করা দরকার। অসংখ্য বিপ্লবের কর্মী হাসপাতালে চিকিৎসাধীন তাদের জন্য যা করেছেন তা প্রশংসনীয় আরো বেশি নজর দেয়া দরকার।
মাসুম আরও বলেন, এদেশে স্বৈরাচার ও তার সহকারীরা জাতীর দুশমন গত ১৭-১৮ বছর ধরেও যারা গুম খুন হত্যা মিথ্যা মামলার সাথে জড়িত তারা আর কোনোদিন ক্ষমতায় আসুক দেশবাসী তা চায় না।
বিগত ১৭-১৮ বছর অন্যায় কাজের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে দেশবাসী দাবী জানায়। যারা দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চাই তারা ষড়যন্ত্রকারী। যারা মনুষ্যত্ব, মানবতাহীন, ফ্যাসিস্ট তাদেরকে এদেশে প্রতিরোধ গড়ে তুলে বাতিল ঘোষণা করতে হবে। চুড়ান্ত গন্তব্যে পৌছানো পর্যন্ত মাঠে ময়দানে ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো উন্নয়নের কাজ না করলেও তারা কোনো দুর্নীতিতে অংশগ্রহণ করেননি। ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি থাকলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হতো৷
আমাদের প্রত্যাশা সবার নিকট অবাধ নিরপেক্ষ অংশগ্রহণ মূলক নির্বাচন করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। তাদেরকে উদ্বেগ উৎকন্ঠায় ফেলে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসররা গুজব ছড়ায়। যেসব চাপ দেওয়া হচ্ছে দেশ ও বিদেশ থেকে সামনেও দেওয়া হবে। তাদের এসব গুজব ও চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এটিএম মাসুম বলেন, আমরা নিজেরা আইন হাতে তুলে নিবো না কিন্তু যারা গুজব ছড়ায়, ষড়যন্ত্র করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবো। জামায়াতে ইসলামী সর্বস্তরে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও আল্লাহর আইন কায়েমের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ সাধন করতে চাই।
অনুষ্ঠানে জেলা আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার পুনরায় আমির মনোনীত হওয়ায় তাকে শপথ বাক্য পাঠ করান মাওলানা এটিএম মাছুম।