ডার্ক মোড
Saturday, 28 September 2024
ePaper   
Logo
পরিচ্ছন্ন মির্জাপুর পৌরসভা গড়ে তোলার লক্ষে রাস্তার পাশে ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন

পরিচ্ছন্ন মির্জাপুর পৌরসভা গড়ে তোলার লক্ষে রাস্তার পাশে ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার লক্ষে শহরের বিভিন্ন রাস্তায় গুরুত্বপুর্ন পয়েন্টে ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন করা হয়েছে। মির্জাপুর পৌরসভার পক্ষ থেকে বিনামুল্যে ময়লা ফেলার এ ডাস্টবিন স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মির্জাপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দস সালাম জানান, মির্জাপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান শুরু হয়েছে। পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার লক্ষে ৯টি ওয়ার্ডের গুরুত্বপুর্ন রাস্তার পাশে শতাধিক ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ডাস্টবিন স্থাপন কার্যক্রম উদ্ধোধন করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান।

এ সময় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদিল খান, পৌরসভার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসনাত আকন্দ, কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্ময়ক ইমন সিদ্দিকী, কোটা সংস্কার বৈষম্যবিরোধী সামাজিক সংগঠনের নেতা ডা. মিতুল হোসেন, মাসুম বিল্লাহ, কাউন্সিলর আব্দুল জলিল, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ দুলাল, শামীম হোসেন, মহিলা কাউন্সিলর, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান বলেন, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার লক্ষে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় বিভিন্ন রাস্তার পাশে বিনামুল্যে ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন করে দেওয়া হচ্ছে। পৌরবাসিকে সচেতন করার লক্ষে প্রচারনা অভিযানসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন