ডার্ক মোড
Tuesday, 07 January 2025
ePaper   
Logo
পরিকল্পনা কমিশনের সদস্য হলেন নিয়ামত উল্লাহ

পরিকল্পনা কমিশনের সদস্য হলেন নিয়ামত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ পেয়েছেন সাবেক আমলা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। তাকে দুই বছরের জন্য এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী নিয়ামত উল্লাহ ভূঁইয়া এ নিয়োগ পেয়েছেন।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন