ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
পত্লীতলায় আকবরপুর ইউপি বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পত্লীতলায় আকবরপুর ইউপি বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় আকবারপুর ইউনিয়ন বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নবগঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে হারুনুর রশিদ সভাপতি ও আবু তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় আকবরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ-২ (ধামরহাট-পত্নীতলা) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খাঁন (জোহা)।

আকবরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম বুলবুলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা মহিলা দলের (ভারপ্রাপ্ত) সভানেত্রী সামিনা পারভিন পলি, উপজেলা বিএনপির আহবায়ক আক্কাছ আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম সেফা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকসেদুল হক সিঁরি, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, মাটিন্দর ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল্লাহ্ আল ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,৷ বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ, ফয়সাল শেখ, বিএনপি নেতা আতাউর রহমান বেনু, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাজিদ রায়হান শাহিন, নজিপুর পৌর যুব দলের আহ্বায়ক আলমগীর কবির, যুবদলের অন্যতম নেতা শাহির হোসেন সিপু প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন