ডার্ক মোড
Wednesday, 19 March 2025
বাংলা
  • English
  • বাংলা
ePaper   
Logo
নীলফামারীর জলঢাকায় সাংবাদিক শাহজাহান বাদশার বিরুদ্ধে ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর বিক্ষোভ

নীলফামারীর জলঢাকায় সাংবাদিক শাহজাহান বাদশার বিরুদ্ধে ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি শাহজাহান বাদশা ওরফে ‘জিনের বাদশা’-র বিরুদ্ধে ৬৩ লাখ

টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার কাঠালী এসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ‘জবান এন্ড সন্স’ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আসাদুল হক মাস্টার এ অভিযোগ তুলেছেন। আসাদুল মাস্টার বলেন,গত তিন বছর ধরে বিভিন্ন ঠিকাদারি প্রকল্প এবং ব্যক্তিগত বাড়ি নির্মাণের কথা বলে শাহজাহান বাদশা আমার প্রতিষ্ঠান থেকে ইট, বালু ও সিমেন্ট নিয়েছেন। তবে এসব পণ্যের দাম পরিশোধ না করে কৌশলে সময়ক্ষেপণ করেছেন। এভাবে ধাপে ধাপে ৬৩ লাখ টাকা বাকি রাখেন তিনি।

টাকা আদায়ের জন্য বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, থানার পুলিশ ও স্থানীয় সালিশের দ্বারস্থ হন আসাদুল মাস্টার। সালিশের একপর্যায়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জের কক্ষে বসে বিষয়টি আপোস মীমাংসা করার জন্য তিনটি চেক দেন শাহজাহান বাদশা।কিন্তু ব্যাংকে চেক জমা দিলে দেখা যায়, চেকের স্বাক্ষর মিলছে না! ও একাউন্টে পর্যাপ্ত নেই,অর্থাৎ চেক দিয়ে প্রতারণা করে আসাদুল মাস্টারসহ স্থানীয় ব্যবসায়ীদের

মর্মান্তিকভাবে প্রতারিত করেছেন তিনি। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৭ মার্চ ২০২৫) দুপুরে অভিযুক্ত শাহজাহান বাদশার বাড়ির সামনে বিক্ষোভ ও পথসভা করেন ভুক্তভোগী আসাদুল মাস্টার। সেখানে তিনি জানান, টাকা ফেরত চাইলেই প্রতারণার নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যান শাহজাহান।বিক্ষোভে অংশগ্রহণকারী স্থানীয়রা শাহজাহান বাদশার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, একজন সাংবাদিকের দায়িত্ব সত্য প্রকাশ করা, কিন্তু শাহজাহান নিজেই চরম প্রতারণায় লিপ্ত। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষ আরও প্রতারিত হবে।এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ জনগণের প্রতি অবিচার চলতেই থাকবে।
বিক্ষুব্ধ জনতা ও ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং শাহজাহান বাদশার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন