ডার্ক মোড
Wednesday, 22 January 2025
ePaper   
Logo
নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বসবে সংস্কার কমিশন

নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বসবে সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের পর এবার নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আগামী ২১ নভেম্বর মতামত নেওয়ার জন্য 'উল্লেখযোগ্য' দেশি ২৩ পর্যবেক্ষক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে সংস্কারবিষয়ক কমিশন।

সোমবার (১৮ নভেম্বর) কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদারের পাঠানো এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। এ ক্ষেত্রে ২৩টি দেশি পর্যবেক্ষক সংস্থার সভাপতি, প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

চিঠিতে ড. বদিউল আলম মজুমদার উল্লেখ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অক্টোবর মাসের শুরুতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশসহ একটি প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার মতামত জানতে আগ্রহী।

এর পরিপ্রেক্ষিতে, কমিশন আগামী ২১ নভেম্বর দুপুর আড়াইটায় স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একটি মতবিনিময় সভা আয়োজন করেছে। ওই মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছি। সংস্কার কমিশন ইতোমধ্যে বিভিন্ন মহলের মতামত আহ্বান করেছে।

নিবন্ধিত ৪৮টি দলের মধ্যে ২২টি দলের মতামতও চেয়েছে, তবে বাংলাদেশ আওয়ামী লীগসহ ২৬টি দলকে তারা চিঠি দেয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন