ডার্ক মোড
Wednesday, 26 February 2025
ePaper   
Logo
নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নিতাই রায় চৌধুরী

নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নিতাই রায় চৌধুরী

সাতক্ষীরা প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপ ঘোষণার দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ওই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।সভাকে সফল করতে জেলার সাত উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হয়। দুপুরের পর থেকে কানায় কানায় ভরে যায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক। এর আগে ব্যানার-পোস্টারে ছেয়ে যায় গোটা শহর। শহরজুড়ে চালানো হয় প্রচার প্রচারণা।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব কাজী আলাউদ্দীন, ডাঃ মোঃ শহিদুল আলম, জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক এডঃ সৈয়দ ইফতেখার আলী, মোঃ আব্দুল আলিম (চেয়ারম্যান), হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মৃণালকান্তি রায়, আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতি, ডঃ মনিরুজ্জামান ও আক্তারুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এছাড়া জেলা, উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

জনসভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বাংলাদেশের মানুষ। দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন দিতে দেরি হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বিএনপি।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে হবে। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের চক্রান্তের মোকাবিলায় বিএনপির নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা পরিবারের বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তাই তারা ভোটে দাঁড়ানোর অধিকার রাখে না। বিদেশে বসে হাসিনা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আর দাবিয়ে রাখা যাবে না।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, ১৭ বছর এই দল দুর্বিষহ এবং অত্যাচারিত এবং এখন আমরা একটু নিঃশ্বাস নিচ্ছি। ২০১৩ সালের পর এটাই আমাদের প্রথম জনসভা। স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেয়েছে। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই অত্যাচার ছিল বিভীষিকাময়। আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, এবং শত শত মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন