ডার্ক মোড
Saturday, 28 September 2024
ePaper   
Logo
নাটোরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সাহারা পারভীন

নাটোরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সাহারা পারভীন

নাটোর প্রতিনিধি

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে নাটোর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সদরের বাকশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সাহারা পারভীন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৯৯৯ সালের ২৩ ডিসেম্বর সিংড়া উপজেলার বনকুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করেন। তার স¦ামী নাটোর সদরের দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আল আসাদ বিন সাঈদ। তিনি এক মেয়ে ও এক ছেলের জননী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব মোঃ গোলাম নবী জানান, বৃহস্পতিবার ঘোষণা করা এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে তিনি ছাড়াও নাটোর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গুরুদাসপুর উপজেলার আনন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব আহম্মেদ, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ রেজাউল করিম, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নাটোর শহরের উপরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারমিন সুলতানা এবং শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সদরের মোঃ মাহমুদুজ্জামান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন