ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
নাগেশ্বরীতে হত দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

নাগেশ্বরীতে হত দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী নেওয়াশীতে পবিত্র রমজান ও কোভিট-১৯ দুর্যোগময় সময়ে হতদরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে মুসলিম এইড বাংলাদেশ এর উদ্দোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুসলিম এইড এর কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
হতদরিদ্রদের মাঝে তৈল, চাল, ডাল, আলু, পেয়াজ, চিনি, ছোলা,খেজুর, লবন, রসুন বিতরণ করা হয়েছে।
সুখাতীর আকবরের ছেলে সুজন বলেন আমার বাবা মারা গেছে, করোনার সময় মুসলিম এইড অামাদের যে সাহায্য দিয়েছে তাতে অামরা রোজারমাস ভাল ভাবে চলতে পারব, মুসলিম এইড সহ সবাইকে ধন্যবাদ।
বোডঘরের রহিমা বেওয়া বলেন করোনার সময় মুসলিম এইড আমাদের চাল,ডাল,চিনি সহ অনেক কিছু দিয়েছে, অামার বাচ্চা কাচ্চা নিয়ে কয়েকদিন ভালভাবে চলবার পামো, আমরা অনেক খুশি। মুসলিম এইডকে অনেক ধন্যবাদ।
আজ বিকাল ৫ঘটিকার সময় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন