ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
নাগরিক পরিষদের উদ্যোগে বান্দরবানে এ্যাম্বুলেন্স সেবা চালু

নাগরিক পরিষদের উদ্যোগে বান্দরবানে এ্যাম্বুলেন্স সেবা চালু

সোহেল কান্তি নাথ, বান্দরবান

বান্দরবান পৌর এলাকার গরীব অসহায় রোগীদের চিকিৎসা পাওয়ার জন্য তাৎক্ষনিক পরিবহন সেবাদানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান এর তত্ত¡াবধানে পরিচালিত এই নাগরিক সেবা নামে এই এ্যাম্বুলেন্স এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় নাগরিক পরিষদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে থানজানা লুসাই বলেন, পাহাড়ের অনেক অসহায় রোগী এ্যাম্বুলেন্স এর অভাবে চট্টগ্রাম বা অন্য কোথাও যেতে পারে না। আশা করি এই পরিবহনের মাধ্যমে সহজেই মুমুর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে পারবে। এ ধরনের সামাজিক উন্নয়ন মূলক কাজে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে ডিজিএফআইয়ের কর্নেল জিএস, আসাদুল্লাহ জামশেদ, জেলা পরিষদের সদস্য এডভোকেট আবুল কালাম, মোঃ নাছির উদ্দীন, খুরশিদা ইসহাক মাধবী মারমাসহ নাগরিক পরিষদের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন