ডার্ক মোড
Friday, 21 February 2025
ePaper   
Logo
নাগপুরে বিমানের বিশেষ ফ্লাইট, যাত্রী নিয়ে রওনা হয়েছে দুবাই

নাগপুরে বিমানের বিশেষ ফ্লাইট, যাত্রী নিয়ে রওনা হয়েছে দুবাই

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। এতে আটকা পড়েন যাত্রীরা। তবে ওই ফ্লাইটের যাত্রীদের বিশেষ একটি ফ্লাইটে দুবাই নিয়ে যাচ্ছে বিমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বুধবার রাতে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশ্য রওনা দেয়। রাত পৌনে ১১টায় মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান, যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন। নাগপুর এয়ারপোর্টে যাত্রীদেরকে অত্যন্ত সুচারুরূপে সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় প্লেনটি নাগপুরে পৌঁছে এবং অপেক্ষমাণ যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য অত্যন্ত দুঃখপ্রকাশ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন