ডার্ক মোড
Monday, 13 January 2025
ePaper   
Logo
নবাবগঞ্জে মাইকে ঘোষনা দিয়ে চিহ্নিত তিন অপরাধীর গনধোলাই

নবাবগঞ্জে মাইকে ঘোষনা দিয়ে চিহ্নিত তিন অপরাধীর গনধোলাই

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাতে চুরি-ডাকাতির উদ্দেশ্যে তিন চিহ্নিত অপরাধী অটো গাড়িতে চড়ে বের হলে তা স্থানীয়রা টের পায়। এ সময়ে চুরি-ডাকাতি প্রতিরোধে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে ৩ জনকে আটক করেন স্থানীয়রা। জনতার জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে আটককৃতদের গনধোলাই দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলেন,দোহার উপজেলার গোড়াবন এলাকার মৃত শেখ ওমর আলীর ছেলে শেখ আলমগীর (৪০), চর-কুসুমহাটি এলাকার শেখ শুকুর আলীর ছেলে শেখ মিন্টু (৪২) ও নারিশা পশ্চিমচর এলাকার আব্দুল হক বেপারী’র ছেলে সোহেল বেপারী (২৮)।

দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুল আলম জানান, আটককৃতরা পেশাদার অপরাধী। এদের তিন জনের নামে চুরি,ডাকাতি,মাদক,হত্যাসহ মোট ১২টি মামলা রহিয়াছে। শেখ আলমগীরের নামে ৩টি, শেখ মিন্টুর নামে ৬টি ও সোহেল বেপারীর নামে ৩টি সহ মোট ১২টি মামলার চার্জশীট ও এজাহারভুক্ত আসামী এরা।রোববার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এজাহার সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৪ টার দিকে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের বড় রাজপাড়া মধ্যহাটি গ্রামের আসমত আলীর মুদির দোকানের সামনে একটি ব্যাটারীচালিত অটো গাড়ি দাড়িয়ে থাকতে দেখেন গ্রাম পাহাড়াদার। বিষয়টি গ্রাম পাহাড়াদার স্থানীয় মসজিদে জানালে সন্দেহ হয়।

এ সময়ে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে চোর-ডাকাতদের প্রতিরোধ করতে আহবান জানানো হয়।ঘোষনা পেয়ে স্থানীয়রা তিনজনকে আটক করে গনধোলাই দেন এবং তাদের দখল থেকে একটি ব্যাটারী চালিত অটো গাড়ি জব্দ করেন স্থানীয় জনতা। পরে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে আনেন।

অপরদিকে মসজিদের মাইকের ঘোষনায় জানতে পেরে উপজেলার কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামের উদ্ধার হওয়া ব্যাটারীচালীত অটো গাড়ির মালিক আব্দুল রাজ্জাক (৪৪) ঘটনাস্থলে এসে আটক গাড়িটি দেখে চিনে ফেলেন। এরপর বিষয়টি নবাবগঞ্জ থানাকে জানালে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন বিলকিসের গ্যারেজের তালা ভেঙ্গে গাড়িটি তারা চুরি করেছেন।পরে কলাকোপা ইউনিয়নের বড় রাজপাড়া মধ্যহাটি এলাকার আসমত আলীর মুদির দোকানে চুরির পরিকল্পনা কালে মাইকে ঘোষনার পর তারা স্থানীয় জনতার হাতে আটক হউন এবং গনধোলাইয়ের শিকার হউন তারা।

এ বিষয়ে কলাকোপা ইউনিয়নের পানালিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক বলেন,ব্যাটারী চালিত ইজিবাইক চালাইয়া জীবিকা নির্বাহ করি। গাড়িটির বর্তমান বাজার দর ১ লক্ষ ৫০ হাজার টাকা।শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের ন্যায় ইজিবাইক চালানো শেষে বিলকিসের বসত বাড়ীর গ্যারেজে ইজিবাইকটি চার্জে লাগাইয়া রাতের খাওয়া ধাওয়া শেষে ঘুমাইয়া পড়ি। এ সময়ে শেষ রাতে মসজিদের মাইকের মাধ্যমে জানতে পাড়ি এলাকায় ডাকাত পড়েছে।এর কিছুক্ষন পর মাইকে জানতে পারি পাশাপাশি গ্রামের বড় রাজপাড়া এলাকার স্থানীয়রা ডাকাত সন্দেহে তিনজনকে একটি অটো গাড়িসহ আটক করেছে। এমন সংবাদের ভিত্তিত্বে গ্যারেজে গিয়ে গাড়ি দেখতে না পেয়ে ঘটনাস্থলে পৌছাই। সেখানে গাড়িটি দেখতে পেয়ে চিনতে পারি এবং গাড়িটির মালিক দাবী করি।

এ বিষয়ে মামলার তদন্তকারী এস আই লিয়াকত খান জানান,ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা চুরির কথা স্বীকার করেন। ইজিবাইকসহ আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন