ডার্ক মোড
Wednesday, 25 December 2024
ePaper   
Logo
নকলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশি উমর ফারুকের পক্ষে পথসভা মিছিল

নকলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশি উমর ফারুকের পক্ষে পথসভা মিছিল

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) থেকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) এর আসনের জন্য মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক উমর ফারুকের পক্ষে পথসভা ও খন্ড মিছিল করা হয়েছে। সোমবার বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও খন্ড খন্ড মিছিল করেছেন উমর ফারুকের অনুসারীরা।

এসব পথসভা ও খন্ড মিছিলের নেতৃত্বদেন নকলা পৌর শ্রমিক দলের সদস্য সচিব মফিদুল ইসলাম পলাশ ও ৮নং পৌর ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক ফয়েজ রাব্বিসহ সুপরিচিত অনেকে। প্রতিটি পথসভা ও মিছিলে শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

পথসভায় বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) থেকে জনবান্ধব ও যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়া হবে, এতে কোন প্রকার সন্দেহ নেই। এলাকার ছেলে হিসেবে সৎ ও নির্লোভ নেতা বিবেচনায় সমাজ সেবক উমর ফারুক মনোনয়ন পাবেন বলে তারা জনগনকে আশ্বাস প্রদান করেন। এসময় মনোনয়ন প্রত্যাশি উমর ফারুকের পক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে সংশ্লিষ্ট এলাকা।

এসময় স্থানীয় নারী-পুরুষ ভোটারসহ বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার জনগন এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন