ডার্ক মোড
Friday, 18 April 2025
ePaper   
Logo
নওগাঁর মান্দায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি  দাখিল ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

 

এম রেজাউল ইসলাম. নওগাঁ: 
সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার নওগাঁর মান্দায় এসএসসি, দাখিল ও সমমান (২০২৪)পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মান্দা উপজেলাধীন, মান্দা এস সি পাইলট উচ্চ বিদ্যালয়, কয়াপাড়া কামারকুড়ি উঃ বিদ্যালয়, গোটগাড়ি শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, জোত বাজার আদর্শ বালিকা বিদ্যালয়, কালিকাপুর চককালিকাপুর উঃ বিদ্যালয় ও কলেজ, মোট    ৭টি কেন্দ্রে  এসএসসি ও এসএসসি( ভোক) পরীক্ষায় বাংলা প্রথম পত্রে ৩৫৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে কেন্দ্রগুলোতে মোট পরীক্ষার্থী ছিল ৪১৫৪ তন্মধ্যে  অনুপস্থিত ছিল ৫০ জন।
 
অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রেবা আখতার আলিম মাদ্রাসা ও কালিকাপুর আলিম মাদ্রাসা পৃথক দুটি পরীক্ষা কেন্দ্রে কোরআন মাজীদ ও তাজবীদ পরীক্ষার প্রথম দিনে ৬৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 
ওই দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৯০ জন।অনুপস্থিত সংখ্যা ৫১জন। স্ব-স্ব কেন্দ্র  সচিব সহ পরীক্ষা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পর্যবেক্ষণে দেখা যায় 
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ভিতর বাহিরের পরিবেশ শান্তিপূর্ণ লক্ষ্য করা গেছে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন