
ধান কুড়িয়ে আনার সময় বজ্রপাতে কৃষাণীর মৃত্যু
চাদঁপুর প্রতিনিধি
চাঁদপুরে ধান কুড়িয়ে আনার সময় বজ্রপাতে বিশাখা রাণী সরকার (৩৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) কচুয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতের বিশাখা উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের হরিপদ সরকারের স্ত্রী।
নিহতের পরিবাররের সদস্যরা জানান, দুপুরে বিশাখা বাড়ি থেকে বের হয়ে ফসলের মাঠ থেকে ধান কুড়িয়ে আনার সময় নাহারা গ্রামের পূর্ব বিলে বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন। এ সময় হঠাৎ বজ্রপাতের আওয়াজে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল রাণাবলেন, ‘তার শরীরে কোথায়ও বজ্রাঘাতের কোনো চিহ্ন নেই। বজ্রপাতের বিকট আওয়াজে তার মৃত্যু হতে পারে।’
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন